মেগাসিটি কি? প্রধান শহর ও মেট্টোপলিটন শহরের মধ্যে পার্থক্য লিখ
মেগাসিটি কি?
বিশ্বব্যাপী নগরায়ন প্রক্রিয়ায় মেগাসিটির বিশেষ তাৎপর্য রয়েছে। একটি বিশাল এলাকায় অপরিমেয় বাড়তি জনঘনত্ব নতুন মাত্রা যুক্ত করেছে এবং একটি নতুন মাত্রার বিকশিত হয়েছে যা অবকাঠামোগত আর্থসামাজিক এ পরিবেশগত সমস্যার সৃষ্টি করেছে। অধিকন্ত এর উত্তরণের প্রবৃদ্ধির ফলে মেগাসিটির জনসংখ্যা অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা চরম সীমায় পৌঁছাতে পারে।
মেগাসিটিঃ আধুনিক যুগে মেগাসিটি বলতে এমন মেট্টোপলিটন এলাকাকে বুঝায় যার জনসংখ্যা ১কোটির বেশি। আবার অনেক জনসংখ্যা বিশরদ মনে করেন যে শহরের জনসংখ্যার ঘনত্ব প্রতি কিলোমিটারে ২০০০ জন ন্যূনতম তাকেই মেগাসিটি বলা হয়। অন্যভাবে বলা যায় মেগাসিটি বলতে একক মেট্টোপলিটান এলাকাকে বুঝায় কিংবা সমন্বিতভাবে কয়েকটি মেট্টোপলিটান এলাকাকে বুঝায় যোগুলো ধীরে ধীরে একে অপরের সাথে সংযুক্ত হয়ে পড়ে।
আদমশুমারীর সংজ্ঞা অনুযায়ী যদি কোন মেট্টোপলিটন এলাকার জনসংখ্যা ৫০ লক্ষ বা তার বেশি হয় তবে উক্ত মেট্টোপলিটন এলাকাটিকে মেগাসিটি হিসেবে অভিহিত করা হয়।
সর্বশেষ বলা যায় ঢাকাকে বাংলাদেশের একমাত্র মেগাসিটি বলা যেতে পারে। এটি প্রায় দুই দশক ধরে মেগাসিটি হিসেবে গণ্য হয়ে আসছে।
প্রধান শহর ও মেট্টোপলিটন শহরের মধ্যে পার্থক্য লিখ।
সাধারণ অর্থে প্রধান শহর ও মেট্টোপলিটন শহর একই অর্থে প্রকাশ করা হয়। কারণ উভয় শহর অতিমাত্রায় বড় ও আধুনিক মানবীয় কার্যক্রমের বাহিজ্যিক কেন্দ্র যা অর্থনৈতিক কর্মকান্ডের শীর্ষে অবস্থান করে।
প্রধান শহর ও মেট্টোপলিটন শহরের ধারণা বিশ্লেষণ করলে এদের মধ্যে কিছু কিছু মিল থাকলেও বেশ কিছু অমিল পাওয়া যায়। নিম্নে এসব পার্থক্য তুলে ধরা হলো-
১। প্রধান শহর দেশের অন্যান্য শহরের তুলনায় অতিমাত্রায় বড় হয়ে থাকে। মেট্টোপলিটন শহর একটি বড় গুরুত্বপূর্ণ শহর যেটি মূলত একটি এলাকা যার একটি জনবহুল কেন্দ্র আছে।
২। প্রধান শহর মূলত রাজধানী শহর হয়ে থাকে। মেট্টোপলিটন শহর রাজধানী শহর নাও হতে পারে।
৩। একটি দেশে সাধারণত একটি শহর থাকে । কোন কোন দেশে একাধিক শহর ও থাকতে পারে। অপরদিকে একটি দেশের মধ্যে বেশ কয়েকটি মেট্টোপলিটন শহর থাকতে পারে।
৪। প্রধান শহরে একাধিক মহানগর এলাকা থাকে। এসব মহানগর এলাকা প্রধান শহর নিয়ন্ত্রণ করে। অপরদিকে মেট্টোপলিটন শহর এলাকা হলো একটি শহরমুখী এলাকা যার অবশ্যউ একটি কেন্দ্রীয় শহর থাকতে হবে।
৫। যে কোন প্রধান শহর একটি মহানগর। যেকোন মেট্টোপলিটন শহর প্রধান শহর নাও হতে পারে।
Comments
Post a Comment